‘‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’’
‘‘শেখ হাসিনার দর্শন-সেবক হয়ে কর্ম সম্পাদন’’
‘‘গ্রাহক সেবা নির্দেশিকা’’
গ্রাহকের জ্ঞাতব্য বিষয়ঃ
নতুন সংযোগ গ্রহণঃ
সন্মানিত সংযোগ প্রত্যাশীগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহনের জন্য আবেদনের সাথে নিম্নোক্ত ডকুমেন্ট প্রয়োজন হবেঃ
(ক) আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরনকৃত ০১ কপি ছবিসহ আবেদনপত্র। অনলাইনে আবেদন করার জন্য http://pbs2.sirajganj.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন ।
(খ) জাতীয়তা সনাক্তকরনের ডকুমেন্ট (যেমনঃ জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ/ পাসর্পোট এর ফটোকপি)। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে এবংজাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে।
(গ) পূর্বে কোন মিটার সংযোগ থাকলে ঐ মিটার/ মিটারসমূহের বিপরীতে পরিশোধিত বিদ্যুৎ বিলের ফটোকপি।
(ঘ) প্রস্তাবিত সংযোগস্থলের মালিকানা সংক্রান্ত দলিল পত্রের সত্যায়িত কপি। লীজ/ ভাড়াকৃত সম্পত্তির ক্ষেত্রে লীজ ডিড এগ্রিমেন্ট এবং ডিড এগ্রিমেন্টকৃত সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিল পত্রের সত্যায়িত কপি।
(ঙ) এলটি শিল্প সংযোগের আবেদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লে-আউট প্লানের কপি। এইচটি শিল্প সংযোগের আবেদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র উপকেন্দ্রের লে-আউটপ্লান ও সিঙ্গেল লাইন ডায়াগ্রামেরকপি।
(চ) প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হলে তা জমা দিতে হবে।
সোলার সিষ্টেমঃ
আবাসিক সংযোগের ক্ষেত্রে ২কিঃওঃ এর অধিক এবং শিল্প ও বানিজ্যিক সংযোগের যে কোন পরিমান লোডের জন্য সোলার সিষ্টেম স্থাপন করার সরকারী নির্দেশনা রয়েছে।
বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগঃ
বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোন অভিযোগ সদর দপ্তর, জোনাল অফিস / সাব জোনাল অফিসে যোগাযোগ করলে তাৎক্ষনিক সমাধান/সম্ভব হলে তা নিস্পত্তি করাহবে।
অন্যথায় একটি নিবন্ধন নম্বর দিয়ে পরবর্তী যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে এবং বিশেষ কারন না থাকলে পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে নিস্পত্তির ব্যবস্থা নেয়া হবে।
বিল পরিশোধঃ
বিভিন্ন ব্যাংক, সদর দপ্তর, জোনাল অফিস ও সাব জোনাল অফিসে গ্রাহক বিল পরিশোধ করতে পারবেন।
বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগঃ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্দিষ্ট ‘‘অভিযোগ কেন্দ্র’’ আপনার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানানো হলে আপনাকে অভিযোগ নম্বর ও নিষ্পত্তির সম্ভাব্য সময় জানিয়ে দেয়া হবে।
অভিযোগ নম্বরের ক্রমানুসারে আপনার বিদ্যুৎ বিভ্রাট দূরীভুত করার লক্ষ্যে ২৪ ঘন্টার মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে। কোন কোন ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিভ্রাট দূরীভুত করা সম্ভব না হয় তার কারণ গ্রাহককে অবহিত করা হবে।
নতুন সংযোগের জন্য সমীক্ষা ফিঃ
ক্রঃ নং |
বিবরন |
গ্রাহক শ্রেণী |
টাকার পরিমান |
|||
০১ |
নতুন সংযোগের আবেদন ফি (প্রতি মিটার) |
এলটি |
ক) এক ফেজ |
১০০.০০ |
||
খ) তিন ফেজ |
৩০০.০০ |
|||||
এমটি এবং এইচটি |
১০০০.০০ |
|||||
ইএইচটি |
২০০০.০০ |
|||||
২ |
অস্থায়ী সংযোগের আবেদন ফি |
এলটি |
ক) এক ফেজ |
২৫০.০০ |
||
খ) তিন ফেজ |
৫০০.০০ |
|||||
এমটি |
১০০০.০০ |
|||||
৩ |
পোল স্থানামত্মর/লাইন রম্নট পরিবর্তন/সমিতি কর্তৃক স্থাপিত অন্য গ্রাহকের সার্ভিস ড্রপ স্থানামত্মরের আবেদন ফি |
১৫০০.০০ |
||||
৪ |
একই ট্রান্সফরমারের অধিনে সার্ভিস ড্রপের আওতায় মিটার স্থানামত্মরের আবেদন ফি |
৫০০.০০ |
||||
৫ |
লোড বাড়ানো/কমানো ফি |
০১কিঃওঃ থেকে ০৩কিঃওঃ |
৫০০.০০ |
|||
০৪কঃওঃ থেকে ১০কিঃওঃ |
১০০০.০০ |
|||||
১১কিঃওঃ থেকে ৪৫কিঃওঃ |
২০০০.০০ |
|||||
৪৬কিঃওঃ এর উর্ধে |
৫০০০.০০ |
* পোল স্থানান্তর/লাইন রুট পরিবর্তন/সমিতি কর্তৃক স্থাপিত সার্ভিস ড্রপ স্থানান্তর,
-একই ট্রান্সফরমারের আওতায় হলে ৫০০.০০।
- ভিন্ন ট্রান্সফরমারের আওতায় হলে ১,৫০০.০০।
নতুন সংযোগের জন্য জামানতের পরিমানঃ
*এলটি-এ (আবাসিক), এলটি টি বি (সেচ), ২ কিলোওয়াট পর্যমত্মঃ ৪০০.০০/কিঃওঃ টাকা।
এলটি-এ (আবাসিক), এলটি টি বি (সেচ), ২ কিলোওয়াট এর উর্দ্ধেঃ ৬০০.০০/কিঃওঃ টাকা।
*এলটি-সি-১ (ক্ষুদ্র শিল্প), এলটি-সি-২ (নির্মান), এলটি-ডি-১ (শিক্ষা, ধর্মীয়,দাতব্য প্রতিষ্ঠান ও হাসপাতাল), এলটি-ডি-২ (রাসত্মার বাতি, পানির পাম্প-জন সাধারনের ব্যবহারের জন্য পাম্প),ব্যাটারি চার্জিং স্টেশন), এলটি-ই (বানিজ্যিক ও অফিস), এলটি-টি (অস্থায়ী), ০-৫ কিলোওয়াট পর্যমত্মঃ ৮০০.০০/কিঃওঃ টাকা।
*এমটি (মধ্যমচাপ), ১১ কেভি, ৫০ কিঃ ওঃ-৫ মেঃওঃ পর্যমত্মঃ ১০০০.০০/কিঃওঃ টাকা।
* এইচটি (উচ্চ চাপ), ৩৩ কেভি, ৫মেঃওঃ-৩০ মেঃওঃ পর্যন্ত ১০০০.০০/কিঃওঃ টাকা।
* ইএইচটি-১ (অতি উচ্চ চাপ), ১৩২/২৩০ কেভি, ২০মেঃওঃ-১৪০ মেঃওঃ পর্যন্ত ১০০০.০০/কিঃওঃ টাকা।
* ইএইচটি-২ (অতি উচ্চ চাপ), ১৩২/২৩০ কেভি, ১৪০ মেঃওঃ এর উর্দ্ধেঃ ১০০০.০০/কিঃওঃ টাকা।
সংযোগ বিচ্ছিন্ন/পুনঃ সংযোগ ফিঃ
* বিদ্যুৎ বিল বকেয়ার কারনে সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃ সংযোগ ফি,
-০১ ফেজ এলটি এর ক্ষেত্রেঃ৬০০.০০+৬০০.০০=১,২০০.০০;
-০৩ ফেজ এলটি এর ক্ষেত্রেঃ১,৫০০.০০+১,৫০০.০০=৩,০০০.০০;
-০৩ ফেজ এমটি/এইচটি এর ক্ষেত্রেঃ৬,০০০.০০+৬,০০০.০০=১২,০০০.০০;
-০৩ ফেজ ইএইচটি এর ক্ষেত্রেঃ১০,০০০.০০+১০,০০০.০০=২০,০০০.০০।
গ্রাহকের অনুরোধে মিটার পরীক্ষা ফিঃ
*এলটি, ০১ ফেজঃ ২০০.০০;
এলটি, ০৩ ফেজঃ ৪০০.০০;
এলটি সিটি, ০৩ ফেজঃ ৬০০.০০;
*এমটি/এইচটি, ০৩ ফেজঃ ১,০০০.০০;
ইএইচটি, ০৩ ফেজঃ ২,০০০.০০;
অস্থায়ী/সাময়িক বিদ্যুৎ সংযোগঃ
ধর্মীয় মেলা, আনন্দ মেলা, ধর্মসভা/ধর্মীয় অনুষ্ঠান, নির্মাণাধীন সাইট যেমন-রাস্তা, ব্রীজ ইত্যাদিতে অস্থায়ী সংযোগ দেওয়া যাবে কিন্তু নির্মাণাধীন বাড়ী, শিল্প প্রতিষ্ঠান এবং কমপ্লেক্সে সাময়িক সংযোগ দেওয়া যাবে। সাময়িক সংযোগ ভবিষ্যতে স্থায়ী সংযোগ হিসাবে রূপান্তরিত করা যাবে।
অস্থায়ী সংযোগ হিসাবে কখনই স্থায়ী সংযোগ হিসাবে রূপামত্মরিত করা যাবে না। এই জাতীয় সংযোগের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী ও নিয়মাবলী প্রযোজ্য হবে।
(ক) এই সংযোগের জন্য প্রয়োজনীয় মালামাল অফিস কর্তক নির্ধারিত মূল্যের উপর ১১০% মূল্য প্রদান করতে হবে (ট্রান্সফরমার, লাইটিং এরেষ্টার, ফিউজ কাট আউট, মিটার, মিটার সকেট ব্যতীত)।
(খ) সংযোগ ও বিচ্ছিন্নকরণ ফি সহ বর্ণিত সংযোগ সুযোগ সুবিধা প্রদানের জন্য লেবার খরচ প্রদান করতে হবে।
(গ) সংযোগের জন্য চুক্তিপত্রে উলেস্নখিত সময়ের ব্যবহৃত ইউনিটের বিদ্যুৎ বিল অপরাপর চার্জ তফসিল জিপি অনুযায়ী করতে হবে।
(ঘ) যদি অস্থায়ী সংযোগের স্থিতিকাল ছয় মাসের অতিরিক্ত হয় তবে আবেদনকারী গ্রাহককে (ক), (খ), (গ) (হিসাবকৃত বিদ্যুৎ বিল) এর উলেস্নখিত সকল খরচ অগ্রীম প্রদান করতে হবে।
(ঙ) যদি অস্থায়ী সংযোগের স্থিতিকাল নির্দিষ্ট সময়ের মধ্যে কিংবা অতিরিক্ত সময়ের প্রয়োজন হইলে সমিতির সিনিয়র জিএম/বাপবিবোর্ড অনুমোদন দিতে পারবেন। এই ক্ষেত্রে নিয়মানুযায়ী নিরাপত্তা জামানত প্রদান করতে হবে। এই ক্ষেত্রে মাসিক বিদ্যুৎ বিল তৈরী করা হবে।
(চ) ১। যদি পৃথক ট্রান্সফরমার স্থাপনের প্রয়োজন হয়ে থাকে তবে গ্রাহককে ট্রান্সফরমার স্থাপন অপসারণ খরচ ১ ফেজ এর ক্ষেত্রে ২,০০০.০০ এবং ৩ ফেজ ব্যাংক এর ক্ষেত্রে ৪,০০০.০০ পরিশোধ করতে হবে।
২। এই ক্ষেত্রে ১ ফেজের জন্য মাসিক ট্রান্সফরমার ভাড়া ১,০০০.০০ এবং ৩ ফেজ ব্যাংক এর ক্ষেত্রে ২,০০০.০০ অথবা প্রতি কেভিএ ৬০.০০ যেটা বেশী পরিশোধ করতে হবে।
(ছ) চুক্তি সমাপ্তির পর যখন অস্থায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে এবং গ্রাহক কর্তৃক ব্যবহৃত মালামাল ভাল/ পুনঃব্যবহারযোগ্য অবস্থায় স্টোরে ফেরৎ প্রদান করা হলে ব্যবহৃত মালামালের বিপরীতে ইতপূর্বে গ্রহীত ১১০% মূল্য হতে ১০০% হিসাবের বিপরীতে সমন্বয়/ ফেরৎ প্রদান করা হবে।
(জ) গ্রাহকের কারণে কোন মালামাল/যন্ত্রপাতি বিনষ্ট হলে তবে ১০০% মূল্য গ্রাহকের নিকট হতে আদায় করা হবে।
(ঝ) প্রকৃত বিদ্যুৎ ব্যবহার এবং উপরে উলেস্নখিত পদ্ধতি অনুযায়ী গ্রাহক কর্তৃক অতিরিক্ত প্রদান বা গ্রাহকের কাছে পাওয়া থাকলে তাহা চূড়ান্তভাবে সমন্বয় করা হবে।
লোড বৃদ্ধিঃ
* লোড পরিবর্তন ফি প্রদান করতে হবে।
* পবিস-এর সাথে নতুন চুক্তি সম্পাদন করতে হবে।
* লোড বৃদ্ধির জন্য বর্ধিত লোড অনুযায়ী কিলোওয়াট প্রতি বিদ্যমান হারে জামানত প্রদান করতে হবে।
* গ্রাহক বর্ধিত লোড গ্রহনে প্রস্ত্তত হলে প্রাক্কলন ও জামানতের অর্থ জমা দানের ৭(সাত) দিনের মধ্যে লোড বৃদ্ধি কার্যকর করা হবে। যদি লোড বৃদ্ধি করা সম্ভবপর না হয় তবে তার কারণ জানিয়ে গ্রাহককে একটি পত্র দেয়া হবে।
গ্রাহকের মালিকানা পরিবর্তন পদ্ধতিঃ
অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে গ্রাহক ক্রয় সূত্রে/ওয়ারিশ সূত্রে জায়গা বা প্রতিষ্ঠানের মালিক হলে সকল দলিলের সত্যায়িত ফটোকপি ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি সহ নির্ধারিত ফি অফিসে জমা করে আবেদন করতে হবে।
সরেজমিন তদন্ত করে নাম পরিবর্তনের জন্য বিদ্যমান হারে নতুনভাবে জামানত প্রদান করতে হবে। গ্রাহক জামানত বাবদ উক্ত বিল অফিসে পরিশোধ করে তার রশিদ সংশ্লিষ্ট দপ্তরে জমা দিলে ৭(সাত) দিনের মধ্যে মালিকানা পরিবর্তন কার্যকর করা হবে।
ভবিষ্যত জটিলতা নিরসনকল্পে মিটারের দাতা ও গ্রহীতা একত্রে উপস্থিত থাকা বাঞ্চনীয়।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, মিটার, মিটারে হস্তক্ষেপ, বাইপাস, বিনা অনুমতিতে সংযোগ গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে আইনগত ব্যবস্থাঃ
বিদ্যুৎ আইনের {(Electricity Act, 1910 & As Amended The Electricity (Amendment) Act, 2006} ৩৯ ধারা অনুসারে এ ক্ষেত্রে ন্যূনতম ১বছর জেল এবং ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তাছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যের ৩ গুণ হারে (পেনাল হারে) আদায় করা হবে।
এছাড়াও উক্ত বিদ্যুৎ ব্যবহারের দ্বারা যদি বিদ্যুৎ সরবরাহ সংস্থার বৈদ্যুতিক সরঞ্জাম, মিটারিং সচল করা গেলে মেরামত খরচ অথবা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বা পুনরায় সচল করা যাবে না এরূপ সরঞ্জামের জন্য পূনঃস্থাপনের ব্যয় সহ প্রকৃত মূল্য আদায় করা হবে।
বিশেষ অনুরোধঃ
বিদ্যুৎ সংক্রান্ত যে কোন বিষয়ে রশিদ ব্যতিত কাউকে কোন প্রকার অর্থ প্রদান করবেন না। কাঙ্খিত সেবা না পাওয়া গেলে/ সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিম্নোক্ত কর্মকর্তার মোবাইল নম্বরে অভিযোগ করা যাবে-
জেনারেল ম্যানেজার - ০১৭৬৯৪০২১৩৫।
উল্লেখ্য যে, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সকল ফি/ শর্তাবলী সরকারী/ বাপবিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনযোগ্য।