সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ (২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮)
সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, কাজিপুর, কামারখন্দ ও চৌহালি(আংশিক) উপজেলার সমন্বয়ে ৯৫২ বর্গ কিঃমিঃ এলাকা নিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ পবিস-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জ পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ (২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮) নিম্নরূপঃ
অর্থবছর |
গ্রাহক সংযোগ |
নির্মিত লাইন |
বকেয়া মাস |
সিষ্টেম লস |
২০১৫-২০১৬ |
৪১,৩৭২ |
২৫৭.০০ |
০.৯৯ |
১০.৪৪% |
২০১৬-২০১৭ |
৬৪,১৯৮ |
২৩৮.০০ |
০.৯৭ |
০৯.৮৯% |
২০১৭-২০১৮ |
৩৭,১১১ |
৩৯৬.০০ |
০.৮৯ |
০৯.২২% |
গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ের লক্ষ্যে ডিসেম্বর’২০১৮ খ্রিঃ পর্যন্ত ৩৩৫০ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন নির্মাণ সম্পন্ন করা হয়েছে।ডিসেম্বর’২০১৮ খ্রিঃ পর্যন্ত ২,৮০,১৫৭ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। অত্র পবিসের ০৭ টি উপকেন্দ্র রয়েছে। বর্তমানে সদর, কামারখন্দ ও চৌহালি(আংশিক) শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বেলকুচি ও কাজিপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের জন্য অবকাঠামো তৈরি সম্পন্ন হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অপেক্ষায় আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS