সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহঃ
সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, কাজিপুর, কামারখন্দ ও চৌহালি(আংশিক) উপজেলার সমন্বয়ে ৯৫২ বর্গ কিঃমিঃ এলাকা নিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। সিরাজগঞ্জ পবিস-২ ইতোমধ্যে এর আওতাধীন এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। সিরাজগঞ্জ পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ নিম্নরূপঃ
অর্থবছর |
গ্রাহক সংযোগ |
নির্মিত লাইন |
বকেয়া মাস |
সিষ্টেম লস |
২০২১-২০২২ | ৩,১২,৮৮৬ | ৪৭.৭৩ | ০.৮২ | ৯.৩২ |
২০২২-২০২৩
|
৩,৩৮,৭৬৮
|
৪৬.৬৭ | ০.৭৩ | ৮.৯৩ |
২০২৩-২০২৪
|
৩,৬৩,৫৫২ | ৪৩.৯২ | ০.৭৯ | ৮.১৫ |
অত্র পবিস এর সিস্টেম লস হ্রাসকরণের জন্য বিতরণ লাইন আপগ্রেডেশন, কন্ডাক্টরের সাইজ পরিবর্তন, ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তনসহ লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে, ওএন্ডএম ব্যয় হ্রাস পেয়েছে, সমিতি আর্থিক ভাবে লাভবান হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ট্রান্সফরমার রি-ওয়্যারিং , কানেক্টর স্থাপন , লাইটনিং এ্যারেষ্টার পরিবর্তন কাটআউট পরিবর্তন, ট্রান্সফরমার বোরিং গ্রাউন্ডিং করণ , স্কাই ওয়্যার পূনঃস্থাপন এবং নষ্ট কাঠের ক্রস আর্ম পরিবর্তন কাজ চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস