Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রিয় গ্রাহক,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল,গ্যাস ও কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক ভাবে বিদ্যুৎ উৎপাদন কিছুটা সীমিত করার সিদ্ধান্ত  গৃহীত হয়েছে, তদপ্রেক্ষিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে ১ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত,এ মূহুর্তে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করছি,রাত ৮টার পর দোকান পাট/শপিংমল/আলোক সজ্জা বন্ধ করুন,এসি ব্যবহার পরিহার করুন, একান্তই করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ডিগ্রি সেঃ রাখুন,সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিংমেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ,ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন,জরুরী প্রয়োজনে হটলাইন নম্বর এ০১৭৬৯৪০৪০৩৫ ফোন দিন,আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।


আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের  প্রধান অর্জনসমূহঃ

সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, কাজিপুর, কামারখন্দ ও চৌহালি(আংশিক) উপজেলার সমন্বয়ে ৯৫২ বর্গ কিঃমিঃ এলাকা নিয়ে  সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের অংশ হিসাবে  সিরাজগঞ্জ পবিস-২ ইতোমধ্যে এর আওতাধীন এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। সিরাজগঞ্জ পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের  প্রধান অর্জনসমূহ নিম্নরূপঃ

অর্থবছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মাস

সিষ্টেম লস

২০১৯-২০২০
১২১৩২ ১১৭.১১ ১.০৬ ৯.৯২
২০২০-২০২১
১৯৩৩০ ২৮২.৫০ ০.৭৪ ৯.৪৯
২০২১-২০২২
১৯০০৯ ২৬৯.৮৮ ০.৮২ ৯.৩২


 অত্র পবিস এর সিস্টেম লস হ্রাসকরণের জন্য বিতরণ লাইন আপগ্রেডেশন, কন্ডাক্টরের সাইজ পরিবর্তন, ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তনসহ লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে।  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে  গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে, ওএন্ডএম ব্যয় হ্রাস পেয়েছে, সমিতি আর্থিক ভাবে লাভবান হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ট্রান্সফরমার রি-ওয়্যারিং , কানেক্টর স্থাপন , লাইটনিং এ্যারেষ্টার পরিবর্তন  কাটআউট পরিবর্তন, ট্রান্সফরমার বোরিং গ্রাউন্ডিং করণ , স্কাই ওয়্যার পূনঃস্থাপন এবং নষ্ট কাঠের ক্রস আর্ম পরিবর্তন কাজ চলমান রয়েছে।