Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রিয় গ্রাহক,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল,গ্যাস ও কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক ভাবে বিদ্যুৎ উৎপাদন কিছুটা সীমিত করার সিদ্ধান্ত  গৃহীত হয়েছে, তদপ্রেক্ষিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে ১ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত,এ মূহুর্তে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করছি,রাত ৮টার পর দোকান পাট/শপিংমল/আলোক সজ্জা বন্ধ করুন,এসি ব্যবহার পরিহার করুন, একান্তই করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ডিগ্রি সেঃ রাখুন,সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিংমেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ,ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন,জরুরী প্রয়োজনে হটলাইন নম্বর এ০১৭৬৯৪০৪০৩৫ ফোন দিন,আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।


ঘটনাপুঞ্জ

দেশের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো সৃষ্টির মাধ্যমে কৃষি উন্নয়ন, গ্রামীণ শিল্পায়ন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “লাভ নয়, লোকসান নয়” এবং “গ্রাহকগণই প্রকৃত মালিক” ধারণার ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রথম আত্মপ্রকাশ করে। দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাপ্ত বৈদেশিক সহায়তাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৩১ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অধ্যাদেশের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় এবং পর্যায়ক্রমে দেশের সর্বত্র বিদ্যুতায়নের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে সারা দেশে ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করা হয় এবং তন্মধ্যে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সমিতি হিসেবে ২০১৫ সালের ২৭ মে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। এতদ অঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্র প্রসারে ও জীবন যাত্রার মান উন্নয়ণ ও গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ইতিবাচক ভূমিকা পালন করে চলছে। সমিতিকে আর্থিকভাবে স্বণির্ভর করার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা, সংযোগপ্রাপ্ত সকল সম্মানিত গ্রাহকগণের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা, ট্রান্সফরমার চুরি রোধে সহায়তা করা এবং সমিতির দৈনন্দিন কাজে সহযোগীতা করাসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের ভূমিকা রাখা জরুরী।